Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

গ্রাম আদালত

১৩নং মুলিয়া ইউনিয়ন পরিষদ

নড়াইল সদর, নড়াইল ।

 

গ্রাম আদালতের বিচারক প্যানেলের রায়

 

         গ্রাম আদালত, মুলিয়া ইউনিয়ন পরিষদ, নড়াইল সদর, নড়াইল এর দায়েরকৃত মামলা নং 1৩/২০১৭, তাং- ০১-০৯-২০১৭ইং, মামলার ধরণ কোলাহল ও মারামারি সংক্রান্ত ধারা নং ১৬০ এর আওতায় মামলাটি নিষ্পত্তির লক্ষে বাদী শান্তিলতা বিশ্বাস এবং বিবাদী  বৈশিষ্ট বিশ্বাস  কর্তৃক নিম্ন স্বাক্ষর কারী গণকে মনোনিত করেন এবং তার আলোকে গ্রাম আদালতের চেয়ারম্যান, মুলিয়া ইউপি, নড়াইল সদর, নড়াইল এবং মনোনীত ৪ (চার) জন প্রতিনিধি মামলার বিষয়দির পর্যালোচনা করে এবং নথি পত্র যাচাই-বাছাই করে বিচারক প্যানেল এই মর্মে সিদ্ধান্তে পৌছান যে, ঘটনাটি ছিল নিছক পারিবারিক দ্বন্দ এবং যার জের ধরে বাদী ও বিবাদী দ্বন্দে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়  বাদী আহত হয় । যা মামলার শুনানীতে প্রমাণিত হয় । বাদির অন্যান্য অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি । তারপর ও এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে বাদি   শান্তিলতা বিশ্বাস বিবাদী কর্তৃক আহত হয় । তাই বাদীকে চিকিৎসার খরচ বাবদ ২,০০০/- (দুই হাজার)  টাকা প্রদান করার জন্য বিবাদী কে নির্দেশ দেওয়া হয় ও বৈশিষ্ট বিশ্বাস এর কন্যা প্রণিতা বিশ্বাস কেন্দ্র করে দুই ভাই-বোনের মধ্যে ঝগড়া বিবাদ হয় । তাই গ্রাম আদালত আদেশ দেয় যে এখন থেকে বৈশিষ্ট এর কন্যা প্রনিতা বিশ্বাস এখন তাহার পিতার কাছে থাকিবে  এবং ভবিষ্যৎতে উভয় পক্ষ শান্তিশৃঙ্খলা বজায় রাখবে এই মর্মে নির্দেশনা প্রদান করা হয় ।

 

           এই সিদ্ধান্তটি ৫ জনের সর্বোসম্মতিক্রমে গৃহিত হয় ।