মুলিয়া ইউনিয়নের উত্তর ডাঙ্গা বিলের শস্য ক্ষেত । শষ্য বীজ কার্তিক-অঘ্রায়নে মাসে বপন করে মাঘ-ফাল্গুন মাসের মধ্যে শষ্য সংরক্ষন করে । মুলিয়া ইউনিয়নে অধিকাংশ জমিতে শষ্য বীজ বপন করে । এই শষ্য বীজ বপন করে চাষীরা অনেক লাভবান হয় । বর্তমানে কৃষি সার্ভিস তথ্যবাতায়নের ফলে কৃষক রা শস্য বিজ বপন করে অধিক ফসল ফলাচ্ছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস