Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা

১৩নং মুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়

নড়াইল সদর, নড়াইল

বিষয় : ২০১-২০২০ অর্থ বছরে কাবিটা ( সাধারণ ), টিআর (সাধারণ) কাবিটা সোলার সিস্টেম , টিআর সোলার সিস্টেম কর্মসূচীর আওতায় ১ম পর্যায়েবরাদ্দ প্রাপ্ত এর ভিত্তিতে প্রকল্প ও প্রবাক গ্রহণ প্রসঙ্গে ও ২ বিবিধ প্রসঙ্গে

স্থান : ইউনিয়ন পরিষদ সভাকক্ষ।

তারিখ : ০৬-০৩-২০১৯ খ্রিঃ।

সময় : ১১:০০ ঘটিকা ।

সভাপতিঃ রবীন্দ্রনাথ অধিকারী, চেয়ারম্যান, ১৩নং মুলিয়া ইউনিয়ন পরিষদ,নড়াইল সদর, নড়াইল।

উপস্থিত সদস্যবৃন্দঃ পরিশিষ্ট-

            অদ্যকার সভায় জনাব রবীন্দ্রনাথ অধিকারী কে সভাপতি করিয়া সভা শুরু করা হইল। সভায়গত সভার কার্য বিবরণী পঠিত ও অনুমোদিত হইল।

        অত:পর সভাপতি উপরোক্ত বিষয়ের আলোকে জানান যে, ২০১-২০২০ অর্থ বছরে কাবিটা ( সাধারণ ), টিআর (সাধারণ) কাবিটা সোলার সিস্টেম , টিআর সোলার সিস্টেম কর্মসূচীর আওতায় ১ম পর্যায়েবরাদ্দ প্রাপ্ত এর ভিত্তিতে প্রকল্প ও প্রবাক গ্রহণ পূর্বক উপজেলা নির্বাহী অফিসার, নড়াইল সদর, নড়াইল বরাবর প্রেরণ প্রয়োজন। সভাপতির এই প্রস্তাবের ভিত্তিতেবিস্তারিত আলোচনান্তেসর্বসম্মতিক্রমেনিম্নোক্ত প্রকল্প ও প্রবাক গৃহিত হইল। ( প্রবাক সংযুক্ত )।

টি,আর প্রকল্প (সাধারণ):

গৃহিত প্রকল্পের নামঃ-

ক্রঃনং

প্রকল্পের নাম

ওয়ার্ড

বরাদ্দ (টাকা)

১.০

সাতঘরিয়া বারোয়ারী মন্দিরের মেঝের টাইলস স্থাপন ।

০৭

৪৮,৬০৭.৫৬

সর্বমোটঃ-

৪৮,৬০৭.৫৬

টি,আর  ও কাবিটা প্রকল্প (সোলার):

গৃহিত প্রকল্পের নামঃ-

ক্রঃনং

প্রকল্পের নাম

ওয়ার্ড

বরাদ্দ (টাকা)

১.০

পানতিতা সমীর বর্মন এর বাড়ী ১টি সোলার প্যানেল স্থাপন ।

০৩

২০,০৯০/-

২.০

ইচড়বাহা সুজয় বিশ্বাসের বাড়ী কালি মন্দিরে ১টি সোলার প্যানেল স্থাপন ।

০৫

১৮,০৫৬/-

৩.০

কোড়গ্রাম সুইচগেট পানি ব্যবস্থাপনা সমবায় অফিসে ১টি সোলার প্যানেল স্থাপন ।

০২

২৩,৬৬০/-

৪.০

মুলিয়া অপূর্ব বিশ্বাস এর বাড়ী ১টি সোলার প্যানেল স্থাপন ।

০৪

১৭,৫০০/-

৫.০

বনগ্রাম বৈশিষ্ট বিশ্বাসের বাড়ী ১টি সোলার প্যানেল স্থাপন ।

০৮

১৭,৫০০/-

৬.০

সাতঘরিয়া চামিলী আঢ্য এর বাড়ী ১টি সোলার প্যানেল স্থাপন ।

০৭

১৭,৭৫০/-

সর্বমোটঃ-

১,১৪,৫৫৬/-

 

 

প্রকল্প বাস্তাবায়ন কমিটিঃ-

ক্রমিক

নাম

পরিচিতি

পদবী

০১.

রবীন্দ্রনাথ অধিকারী

চেয়ারম্যান

সভাপতি

০২.

নীলকান্ত মোহন্ত

ইউপি সদস্য

প্রবাক সম্পাদক

০৩.

মহেন্দ্রনাথ বিশ্বাস

ইউপি সদস্য

প্রবাক সদস্য

০৪.

সুজয় মোহন্ত

সমাজকর্মী

প্রবাক সদস্য

০৫.

সবুজ রায়

সমাজকর্মী

প্রবাক সদস্য

কাবিটা প্রকল্প (সাধারণ):

ক্রঃনং

প্রকল্পের নাম

ওয়ার্ড

বরাদ্দ (পরিমাণ)

২.০

বনগ্রাম মন্দির রাস্তায় রবিউল ইসলাম এর স্টিল ফেক্টোরি হইতে জিয়া খালের ব্রীজ পর্যন্ত রাস্তা সংষ্কার । ।

০৮

২.০০৫৩মে:টন

সর্বমোটঃ-

২.০০৫৩মে:টন

প্রকল্প বাস্তাবায়ন কমিটিঃ-

ক্রমিক

নাম

পরিচিতি

পদবী

০১.

রবীন্দ্রনাথ অধিকারী

ইউপি সদস্য

প্রবাক সভাপতি

০২.

নীলকান্ত মোহন্ত

ইউপি সদস্য

প্রবাক সম্পাদক

০৩.

গণেশ বিশ্বাস

ইউপি সদস্যা

প্রবাক সদস্য

০৪.

নীলা রানী বিশ্বাস

স:ম:ইউপি সদস্য

প্রবাক সদস্য

০৫.

মহেন্দ্রনাথ বিশ্বাস

ইউপি সদস্যা

প্রবাক সদস্য

পরিশেষে সভায় অন্য আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করিলেন।                    

     

 

                               স্বাক্ষরিত/                       

স্মারক নং : মুলি/ইউপি/১৪/২০১৯        তারিখঃ ০৬-০৩-২০১৮ খ্রিঃ