গ্রীন নড়াইল গড়ার লক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী :
মুলিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল’ গড়ার লক্ষ্যে ২ ঘণ্টায় ৫ হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আমরা আমাদের ইউনিয়নে সব অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়ি, বাঁধ, নদীর তীর এবং খোলা জায়গায় এ চারা রোপণ করা হয়। সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে ২ ঘণ্টায় জেলায় ৫ হাজার ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী বৃক্ষের চারাসহ প্রায় ২ হাজার তালের বীজ রোপণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস