সংক্ষিপ্ত বর্ণনা:হিজলডাঙ্গা পাগল চাঁদ মন্দিরটি মুলিয়া ইউনিয়নে অনেক দিন পূর্বে অবস্থিত । হিজলডাঙ্গা পাগল চাঁদ মন্দিরটিতে প্রতি বছর উৎসবের আয়োজন করে থাকে ।বিভিন্ন তিথিতে হাজার হাজার তীর্থ যাত্রী এই মন্দিরে আসেন। এছাড়া প্রতিদিন বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তি এই মন্দিরে প্রার্থনার জন্য আসেন। পাগলচাঁদ নামক একব্যক্তি এখানে বাস এবং পূজা আর্চনা করতেন। সেই পাগল চাঁদ মৃত্যুর পর তার বাসস্থানটিতে সমাধি দেওয়া হয় । আর এই সমাধী টি হিজলডাঙ্গা পাগলচাঁদ মন্দির হিসাবে পরিণত হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস